নিজস্ব সংবাদদাতা : ফাঁকা পড়ে রয়েছে ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচকের পদটি। ভারতীয় দলের প্রধান নির্বাচক পদের জন্য আগ্রহী প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদনপত্র চেয়েছিল বিসিসিআই। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার আবেদনও করেছেন। প্রধান নির্বাচক পদে আগ্রহী প্রার্থীরা ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন । ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের সূত্রে খবর, ভারতের প্রাক্তন অলরাউন্ডার আগরকর দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন। ৪৫ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার তথা অলরাউন্ডার দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওডিআই ম্যাচ এবং ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। গত ফেব্রুয়ারি মাসে চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে প্রধান নির্বাচকের পদ ফাঁকা রয়েছে। অস্থায়ীভাবে অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন শিবসুন্দর দাস। এখনও শর্টলিস্ট করার কাজ চলছে। আলাদা করে ইন্টারভিউ নেওয়া শুরুই হয়নি। অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন শিবসুন্দর দাস। বিশেষজ্ঞদের মতে অভিজ্ঞতার ধারেভারে রোহিতদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মুম্বইকর অজিত আগরকর।প্রধান নির্বাচক হিসাবে মনোনিত হলে পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকবেন জাতীয় নির্বাচক হিসাবে। শ্চিমাঞ্চল থেকে এখনও জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলা।