২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ভারতীয় ক্রিকেটে ১৫ বছর পূর্ণ বিরাট কোহলির

High News Digital Desk:
  • ভারতীয় ক্রিকেটে ১৫ বছর পূর্ণ বিরাট কোহলির

এই মুহূর্তে পরিবার নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। অনুষ্কা এবং কন্যা ভামিকার সঙ্গে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। ভারতীয় ক্রিকেটে কোহলিয়ানার ১৫ বছর পার। ঠিক ১৫ বছর আগে, ২০০৮ সালে আজকের দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় ওডিআই ক্রিকেটে ডেবিউ হয়েছিল বিরাট কোহলির। এই দিনটি ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে ভীষণ স্পেশাল। ভারতীয় ক্রিকেটে বিরাট যুগের দেড় দশক পূর্ণ হল। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ১৫ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তাঁর একাধিক পুরনো ইনিংসের ভিডিয়ো। ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক ছিলেন তিনি। এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ চলে আসে। আজকের দিনে, ১৮ আগস্টই প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন বিরাট কোহলি । শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে অভিষেক হয়েছিল তাঁর। এই সময়কালের মধ্যে বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার হয়ে উঠেছে। ৫০০-র ওপর আন্তর্জাতিক ম্যাচ খেলা, ২৫ হাজারের ওপর রান, ৭৬টি সেঞ্চুরি। বর্তমানে বিরাট কোহলি এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখনও অবধি ভারতের জার্সিতে তিনি ১১১টি টেস্টে, ২৭৫টি ওডিআইতে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট ৪টি করে উইকেটও নিয়েছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকাকালীন মোট ২৭ বার ম্যাচের সেরা এবং ১২ বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন বিরাট।

Scroll to Top