২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ – এনসিবির যৌথ অভিযান

High News Digital Desk:

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ – এনসিবির যৌথ অভিযান :

ভারত বাংলাদেশ সীমান্ত চোরাচালান রুখতে কোচবিহার জেলায় আরো একটি বড়সড় সাফল্য পেল বর্ডার সিকিউরিটি ফোর্স। নারকটিক কন্ট্রোল ব্যুরো ও বর্ডার সিকিউরিটি ফোর্স গুয়াহাটি ফ্রন্টিয়ারের যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিতে অবৈধ অস্ত্র, নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নিষিদ্ধ কাপ সিরাপ এবং ৪৩,৭৬০০০ ভারতীয় টাকা উদ্ধার হয়েছে।রবিবার গোপন সূত্রের খবর পেয়ে, বিএসএফ এর ৭৫ নম্বর ব্যাটেলিয়ান এবং কলকাতার নারকোটিক কন্ট্রোল ব্যুরো কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের একটি সন্দেহভাজনের বাড়িতে বিশেষ যৌথ অভিযান করে। বাড়িটি থেকে তল্লাশির সময় একটি দেশীয় পিস্তল, দুটি তাজা কার্তুজ, ২২০০ টি ইয়াবা ট্যাবলেট- যার বর্তমান বাজার মূল্য ১১ লক্ষ টাকা, ১০০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, যার বাজারদর ১৮ হাজার ৬৮০ টাকা এবং ৪৩,৭৬০০০ লক্ষ ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত জিনিস গুলো বর্তমানে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। সীমান্ত চোরাচালন, মাদক পাচার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে বিএসএফের জওয়ানরা মাঝেমধ্যেই এ ধরনের অভিযান চালিয়ে থাকে। এদিন তেমনই এক অভিযানে সাফল্য এসেছে বলে জানালেন বিএসএফের এক আধিকারিক।

Scroll to Top