৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভগবান বুদ্ধের বাণী মানবতার পথপ্রদর্শক হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

High News Digital Desk:

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগবান বুদ্ধের বাণী মানবতার পথপ্রদর্শক হয়ে উঠেছে বলেও অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। সত্য, সাম্য এবং সম্প্রীতির নীতির উপর ভিত্তি করে ভগবান বুদ্ধের বাণী মানবতার পথপ্রদর্শক হয়ে উঠেছে। ত্যাগ ও তপস্যায় নিবেদিত তাঁর জীবন সর্বদা বিশ্ব সম্প্রদায়কে করুণা ও শান্তির দিকে অনুপ্রাণিত করবে।”

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেমন পূর্ণিমার গুরুত্ব রয়েছে, তেমনই ধর্মীয়মতেও এই বুদ্ধ পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে। আর বৈশাখ মাসের পূর্ণিমার দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালিত হয়। বৈশাখের পূর্ণিমাতে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের। সেই থেকে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। দিনটি বৈশাখী পূর্ণিমা হিসেবে পালিত হয়। সোমবার বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করেছেন বিপুল সংখ্যক ভক্তরা। আবার প্রয়াগরাজের সঙ্গমেও ঢল নাম ভক্তদের।

Scroll to Top