- বিশ্বকাপ ২০২৩ এ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৯ রানের ব্যবধানে জয়ী টিম ইন্ডিয়া
রেকর্ড মার্জিন জিতল ভারত। বিশ্বকাপ ২০২৩ এ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৯ রানের ব্যবধানে জয়ী টিম ইন্ডিয়া। মাত্র ৫৫ রানে শেষ দ্বীপ রাষ্ট্রের ইনিংস। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে থেকে এগিয়ে ছিল ভারত। কিংবা ম্যাচের ফলাফল যে এই রকম হবে সেটা হয়তো কেউ আশা করেননি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৭/৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারতেন, কিন্ত তিনজনই ভালো খেলেও শতরান করতে পারেননি। শুভমন গিল (৯২ রান), বিরাট কোহলি (৮৮ রান), শ্রেয়স আইয়ার (৮২ রান) এদিনের ম্যাচে ভারতের সেরা তিন ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে মধুশঙ্কা একাই পেয়েছেন ৫ উইকেট। ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দশাসই হাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডয়ামে ভারতীয় বোলারদের আগুন ঝরানো বোলিং। নতুন বলে কূল কিনারা খুঁজে পেলেন না শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তাদের মোট মোট পাঁচজন ব্যাটসম্যান কোনো রান না করেই সাজঘরে ফিরে গিয়েছেন।