৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্ব: কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দুইয়ে ব্রাজিল

High News Digital Desk:

বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে ২-১ ব‍্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল।

ম্যাচের ৬ মিনিটে সফল স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। ভিনিসিউসকে কলম্বিয়ার দানিয়েল মুনিয়োস ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলের লিড। ১৩ মিনিট পর ম‍্যাচে সমতা ফেরান কলম্বিয়ার দিয়াস।

এই দুটি গোলের পর আর দুই দলের কেউই প্রথমার্ধে আর কোনও শট লক্ষ‍্যে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। কিন্তু কোনও দলই কাজের কাজ করতে পারছিল না। ব্রাজিলের ভাগ্য ফিরলো ৯৮ মিনিটে যোগ করার সময়ে। ব‍্যবধান গড়ে দেন ভিনিসিউস। বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক।

গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। এই জয়ে পয়েন্ট টেবিলের দুয়ে উঠে এল ব্রাজিল। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া।

১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে। ২৬ মার্চ ব্রাজিল তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে।

Scroll to Top