২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু, প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন

High News Digital Desk:

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন সোমবার শুরু হয়েছে। প্রথম দিনের অধিবেশনে প্রথমেই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সভায় জানান অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। এরপর তা গ্রহণ করার জন্য সভায় পাঠ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর তা পাশ হয়েছে। বিরোধী দলের সদস্যদের উপস্থিতিও ছিল। এরপর শোকপ্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ। বিধানসভার সদস্য হাফিজ আলম সৈরানি, সেখ নুরুল ইসলাম, বিশ্বনাথ মন্ডল, ব্রজ মুখার্জি, ড. তপতী সাহা, মহম্মদ জয়নাল আবেদিন, অরুণ মহাপাত্র – বিধানসভার সদস্যদের প্রতি স্মৃতিচারণ করা হয়েছে।

প্রয়াতদের একনজরে সংক্ষিপ্ত জীবনপঞ্জীও পাঠ করা হয়। তাদের স্মৃতিতে নীরবতা পালন করা হয়েছে। মোট ১২ জনের প্রতি শোক জ্ঞাপন করা হয়। এছাড়াও সদস্যদের পাশাপাশি রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি ও শিল্পপতি রতন টাটা-র প্রয়াণেও এই সভায় শোকপ্রকাশ করা হয়েছে। পরিশেষে, চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর প্রতিও এদিনের সভায় শোক জ্ঞাপন করা হয়েছে। তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিনের মতোই সভায় মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।

Scroll to Top