বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বার্সেলোনায় তাঁর সঙ্গী খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়:
রাজ্যে বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে বার্সেলোনায় তাঁর সঙ্গী খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ মুখ্যমন্ত্রীর বিদেশ সফর শুরু হচ্ছে। প্রথমে স্পেনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা বিদেশ সফরে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে দুবাই হয়ে বাংলায় আসবেন। বাংলায় লগ্নি টানার লক্ষ্যেই এই বিদেশ সফর। দুই দেশের শিল্পপতিদের সঙ্গেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার ক্ষমতায় আসার পরই নিজের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন মমতা। রাজ্যে বিপুল বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি। বাংলায় যে শিল্প ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, তা বারবারই বোঝানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর বেশ জাঁকজমক করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে। তাতে দেশের সেরা শিল্পদ্যোগীরা আসছেন। রাজ্যে বিনিয়োগও হচ্ছে। এবার বিদেশ থেকেও বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েছেন মমতা। যাতে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভও। বিদেশি শিল্পপতীদের নজর কাড়তে তিনিও বড় ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালের নভেম্বরে কলকাতা আয়োজিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস। বিশ্ব বাণিজ্য সম্মেলেন লগ্নি আনতে ও দুবাই এবং স্পেনের শিল্পপতিদের মমতা আমন্ত্রণ জানাতে পারেন বলেই মনে করা হচ্ছে। লোকসভা ভোটের আগে রাজ্যে বড় ধরনের বিনিয়োগ তৃণমূল সরকারের পালে ভোটের হাওয়া আরও জোরালো করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এমনকী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে যাচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বিদেশযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদনও করেছেন তিনি। ২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে বাগড়া দিয়েছিল কেন্দ্র। সে বছর নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। এবার মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার বিদেশমন্ত্রক এ বিষয়ে সবুজ সংকেত দেয়।