৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বিজেপির সামনে কখনও মাথা নত করবো না : অভিষেক বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

বিজেপির সামনে কখনই মাথা নত করবো না, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশে এমনটাই মন্তব্য করেছেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের কর্মিসভার বৈঠকে অভিষেক বলেছেন, “কিছু খবর প্রচার করা হয়েছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন। আমি বলতে চাই, আমি কখনই বিজেপির সামনে মাথা নত করব না।”

অভিষেক আরও বলেছেন, “বাজারে একটি নতুন ভ্রম ছড়ানো হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন। আপনারা আমার গলা কেটে ফেললেও, আমার মুখ থেকে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান বের হবে।” অভিষেক আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত আপনারা (তৃণমূল নেতা-কর্মীরা) সকলে আমাদের সঙ্গে আছেন, আমরা বিজেপির চক্রব্যূহ ধ্বংস করতে থাকব। যারা দলের বিরুদ্ধে কথা বলেছিল, তাদের চিহ্নিত করা হয়েছে।”

Scroll to Top