৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিজেপিকে শ্লেষ, স্পিকারের সঙ্গে রসিকতা

High News Digital Desk:

‘ওরা বলেছিল এবারের লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসনে জিতবে। খেলা চলল। অনেক ধরনের খেলাই চলল। তার মধ্যে একটা খেলা চু কিত কিত। দেখা গেল, ৪০০ রয়ে গেল চু-তে। আর কিত কিত নেমে দাঁড়াল ২৪০-এ!’ কেন্দ্রে নরেন্দ্র মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্বে এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ার পর, লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির সূচনা-ভাষণের জবাবি বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপির উদ্দেশে এমন মশকরাই ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়। এরপর তৃণমূল সাংসদ সরাসরি লোকসভার স্পিকারের সঙ্গে জড়ালেন ব্যঙ্গাত্মক রসিকতায়। তাঁর ‘চু-কিত-কিত’ মন্তব্যে যখন হাসিতে ফেটে পড়ল সংসদের উচ্চকক্ষ, তখন পিছন ফিরে অন্যান্য বিরোধী সাংসদদের দেখতে থাকেন কল্যাণ। ঠিক সেই সময় লোকসভার স্পিকার ওম বিড়লা তৃণমূল সাংসদের উদ্দেশে বলে ওঠেন, ‘বক্তব্য পেশ করার সময় স্পিকারের চেয়ারের দিকে তাকান।’ উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন, ‘আমি কেবল আপনার দিকেই তাকিয়ে আছি। অন্য কাউকে দেখছি না। আমি যদি এক ঝলক অন্যদের দিকে তাকাই, সেটা কোনও ব্যাপার নয়। কিন্তু এখানে আপনার চেয়ে সপ্রতিভ আর কেউ নেই। আমি কেনই বা অন্য কারও দিকে তাকাব? এখানে অনেক সুন্দরী অভিনেত্রী এসেছেন। কিন্তু আমি কেবল আপনার দিকেই তাকিয়ে আছি। দেখার মতো আর কোনও ভদ্রলোকই নেই এখানে।’

তৃণমূল সাংসদদের এই ব্যঙ্গ-রসাত্মক জবাবে আরেক চোট কৌতুক ছড়িয়ে পড়ে লোকসভা জুড়ে। সব মিলিয়ে, হাস্যরসকে পরিমিত বিদ্রূপের ফোড়ন দিয়ে কীভাবে সাঁতলাতে হয়, এদিন তার উচ্চাঙ্গিক দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Scroll to Top