৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

High News Digital Desk:

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগ:

বিজেপি সাংসদের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। শুক্রবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সিজিও কমপ্লেক্সে যান বিধাননগরের কাউন্সিলর তুলসী সিনহা রায়। লকেটের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর অভিযোগ, রোজ ভ্যালি সংস্থা থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন লকেট। সেই সংক্রান্ত তথ্যও ইডির হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন তুলসী সিনহা রায়। গত ৩১ জুলাই বিকেলে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে ইডির দ্বারস্থ হন। প্রতারিতদের সঙ্গে নিয়ে তিনি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে। কয়েকদিন পর, শুক্রবার ইডির দপ্তরে উপস্থিত হন বিধাননগর পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসি সিনহা রায়। তিনি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে তদন্তের আবেদন জানালেন ইডির কাছে। তুলসি সিনহা রায় বলেন, “রোজভ্যালিকাণ্ড নিয়ে যখন ED তদন্ত করছে সেক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায় এর বাইরে কেন! আমাদের আবেদন এই মামলায় তাঁর দিকটিও খতিয়ে দেখা হোক। নিরপেক্ষ তদন্তের আবেদন করলাম।”লকেট চট্টোপাধ্যায় বলেন, “চিটফান্ডে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার। সেটা তাঁদেরই একজন মুখপাত্র জানিয়েছেন। চিটফান্ডে সুবিধা নিয়ে তাঁদের দলের মন্ত্রী, বিধায়ক জেলে গিয়েছেন। তৃণমূল দলটা চোর ডাকাতে ভরে গিয়েছে। তাঁদের দলের একজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে, আর আমি ছবির জগতে ছিলাম বলে এখন এসব করছে।” বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ গর্জে উঠেছে। তাঁদের দাবি, নুসরতের বিরুদ্ধে অভিযোগের পরেই নেহাত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এর কোনও ভিত্তি নেই।

Scroll to Top