৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বাজারে গেলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে ক্রেতাদের

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  শাকসবজি থেকে মাছ মাংস মাংস প্রায় সব কিছুরই দাম বেড়েছে কলকাতার বিভিন্ন বাজারে।বাজারে গেলে  উচ্ছে, ঢেঁড়স, ঝিঙে, পটল এগুলো কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে ক্রেতাদের। উচ্ছে বিক্রি হচ্ছে ১০০ টাকা,ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা কেজি,ঝিঙে ৮০ থেকে ১০০ টাকা কেজি ,পটল ৪০ টাকা। ফুলকপির দর দেখা যাচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা প্রতি পিস। বাঁধাকপির প্রতি কেজি ৪০ টাকা।। গাজরের দাম রয়েছে প্রতি কেজিতে ৬০ টাকা। ক্যাপসিকামের প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ টাকা। পাশাপাশি এখনও আলু রয়েছে  ২২ থেকে ২৪ টাকা।এছাড়া পেঁপের দাম প্রতি কেজিতে রয়েছে ৬০ টাকা। কাঁচা লঙ্কার দাম রয়েছে প্রতি ১০০ গ্রামে ৩৫ টাকা। কাঁচকলার জোড়া রয়েছে ১২ টাকা। বরবটি মিলছে ৪০ টাকা ৫০০ গ্রাম। মাছের দামও রয়েছে চড়া। ছোট আকারের পোনা রুই বিকোচ্ছে ১৮০ টাকা কেজি দরে। কাতলার পোনা রয়েছে ২২০ টাকা কেজি। অন্যদিকে ভালো রুই মাছের কেজি রয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। ছোট আকারের পাবদার দাম রয়েছে ৪০০ টাকা। কাতলা মাছের দাম শুরুই হচ্ছে ৪০০ টাকা কেজি । বাটা মাছের দাম রয়েছে ২০০ টাকা কেজি। লোটে পাওয়া যাচ্ছে ১৮০ টাকা কেজিতে। শোল মাছের কেজি রয়েছে ৪০০ টাকা। ছোটআকারের বাগদা চিংড়ির কেজি রয়েছে ৪০০ টাকা। মৌরলা মাছের দাম কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা।দাম বেড়েছে চিকেনের। প্রতি কেজি চিকেনের দাম ২৫০ টাকা। গোটা মুরগির দাম রয়েছে ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। মাটনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজিতে। কিন্তু সবজির দাম এত বেশি কেন? জানেন কি আসল কারণ? একটা সবথেকে বড় কারণ পঞ্চায়েত ভোট। এই সময় মিটিং মিছিল এসবের মধ্যে গ্রামের মানুষ বেশি নিয়োজিত হন। কারণ, গ্রামের ভোট মানেই কাছাকাছি মানুষেরা ভোটে দাঁড়ান। তার জন্য ওখানেই সময় দেন সবাই মিলে। তারমধ্যে চাষীরাও রয়েছে। তারা সারাদিন খাটাখাটনি করলে কিছু টাকা পয়সা পাচ্ছেন। যার ফলে মাঠে চাষের পরিমাণ কমে গেছে।

Scroll to Top