৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ সাংসদ নুসরতের বিরুদ্ধে অভিযোগ

High News Digital Desk:

ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ সাংসদ নুসরতের বিরুদ্ধে অভিযোগ :

প্রতারণার অভিযোগ সাংসদ নুসরতের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন  তৃণমূল সাংসদ নুসরত জাহান। সোমবার সন্ধেয় সল্টলেকে ইডি দপ্তরে যান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার সঙ্গে প্রতারিত বেশ কয়েকজন ছিলেন। তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৪ সালে তাঁর সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নাম করে। যদিও প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। শঙ্কু দেব পান্ডার অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেই কোম্পানির ডিরেক্টর তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার তদন্তকারীদের নজরে সেই সংস্থা। জানা যাচ্ছে, ওই সংস্থার নাম ‘সেভেন হেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’। তদন্তে জানা যাচ্ছে, সেই সংস্থারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত বহু কর্মী অ্যাসোসিয়েশনের মাধ্যমে টাকা জমা করেছিলেন ফ্ল্যাট পাওয়ার জন্য। এই সংস্থার ডিরেক্টর ৭-৮ জন রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন রাকেশ সিং। সময় মতো ফ্ল্যাট না পেয়ে প্রতারিতরা অভিযোগ দায়ের করেছিলেন গড়িয়াহাট থানায়। নুসরতের বিরুদ্ধে এই মামলা তুলে নেওয়ার জন্য নাকি অভিযোগকারীদের ওপর প্রশাসনিক স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে, অভিযোগকারীদের থেকে টাকা নিয়ে তা দিয়ে এভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরত নিজে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা।

Scroll to Top