ফের উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উক্ষেপণ ব্যর্থ, মুখ থুবড়ে পড়ল কিমের দেশ :-
চলতি বছর মে মাসের পর ফের গোয়েন্দা স্যাটেলাইট উক্ষেপণ করতে চেয়েছিল পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া| কিন্তু দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে সর্বোচ্চ নেতা কিম জং উনের সংশ্লিষ্ট বাহিনী| উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে নজরদারি উপগ্রহ উক্ষেপণ করা হয়| উড়ান ভরার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সব কিছু ঠিকঠাক ছিল| যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তৃতীয় পর্যায়ে| এরপরেই ভেঙে পড়ে রকেটটি| তবে এই ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে নারাজ পিয়ংইয়ং| এরপরই উত্তর কোরিয়ার ব্যর্থতা ঝেড়ে ফেলে তিনি জানায়, এটা কোনও বড় ব্যপার নয়| কী কারণে এই অভিযান ব্যর্থ হয়েছে তা খতিয়ে দেখা হবে| সমস্ত ত্রুটি ঠিক করার চেষ্টা করা হবে| আগামী দিনে আমরা সফল হব| এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী অক্টোবর মাসেই ফের মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করে ফেলেছে কিমের দেশ| এর আগে মে মাসে যে উক্ষেপণটি করা হয়েছিল সেটি বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল|
বরাবরের মতো উত্তর কোরিয়ার এমন আচরণে তীব্র প্রতিবাদ ও কঠোর ভাষায় এ উত্ক্ষেপণের নিন্দা জানিয়েছে জাপান| এদিকে, বারবার ক্ষেপণাস্ত্র উক্ষেপণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো| প্রসঙ্গত, কয়েকদিন আগেই জাপান সাগরে মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া| রণক্ষেত্রে প্রতিপক্ষকে মাত দিতে শুধু অস্ত্রশস্ত্র নয়, কৌশলগত দিক থেকেও পুরোপুরি তৈরি থাকতে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষানিরিক্ষা শুরু করেছেন এক নায়ক কিম| আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া জোটের সঙ্গে চিন ও উত্তর কোরিয়ার সংঘাত বহু দিনের| বিগতে কয়েকদিনে যা আরও তীব্র হয়েছে|