২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ফরাসি ওপেন: রোমাঞ্চকর ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা জিতলেন আলকারাস

High News Digital Desk:

ফ্রেঞ্চ ওপেনের উন্মুক্ত যুগের ইতিহাসের দীর্ঘস্থায়ী ফাইনাল (৫ ঘণ্টা ২৯ মিনিট) জিতে শিরোপা ধরে রাখলেন স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাস। ফরাসি ওপেনের পুরুষ এককের উন্মুক্ত যুগের আগের দীর্ঘস্থায়ী ফাইনালের রেকর্ডটি ছিল ম্যাট ভিলেন্ডার ও গুইলের্মো ভিলাসের। ১৯৮২ সালের ফাইনালে এই দুজনের লড়াই স্থায়ী হয়েছিল ৪ ঘণ্টা ৪২ মিনিট। সিনারকে রবিবার ফাইনালে ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২) ব্যবধানে হারালেন আলকারাস।

এই নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেতে পেতেও পেলেন না সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে দুটি (২০২৪ ও ২০২৫) এবং ইউএস ওপেনের ১টি (২০২৪) ট্রফি জিতেছিলেন সিনার। আর এই জয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এই স্প্যানিয়ার্ডের আগে থেকেই ছিল দুটি উইম্বলডন ও একটি করে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন ট্রফি।

আলাকারাসের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। পরপর দুই সেট হারের পর তৃতীয় ও চতুর্থ সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানো কার্লোস আলকারাসই শেষ পর্যন্ত হেসেছেন চ্যাম্পিয়নের হাসি। অলকারাস শুরুর প্রথম সেট সিনারের কাছে হারেন ৬-৪ গেমে। হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে দ্বিতীয় সেটে। টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে সিনার প্রথমবার এই ট্রফি জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন। তৃতীয় সেটে সিনারকে ৬-৪ গেমে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন আলকারাস।

চতুর্থ সেটে এক পর্যায়ে ৩-৩ সমতায় থাকার পর আলকারাসের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান সিনার। সিনার ব্যবধান বাড়িয়ে নেন ৫-৩ গেমে। আলকারাসও এবার পাল্টা দেন। ৬-৬ সমতার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জেতেন। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। শিরোপা নির্ধারণী এই সেটও ছিল রোমাঞ্চে ভরা। সিনারের সার্ভিস ব্রেক করে আলকারাস এগিয়ে যান শুরুতেই। ছন্দ হারিয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মেজাজও হারান সিনার। এরপর ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান তিনি। পরের গেমেই দুর্দান্ত খেলে ৬-৬ সমতা ফেরান আলকারাস। টাইব্রেকারে গড়ায় এই সেটের ভাগ্যও। সেখানে ১০-২ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন আলকারাসই।

Scroll to Top