৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করে সিবিআই-এর চার জন আধিকারিক

High News Digital Desk:

প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করে সিবিআই-এর চার জন আধিকারিক:

মঙ্গলবার রাতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করে সিবিআই-এর চার জন আধিকারিক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআইয়ের  আধিকারিকরা জেলে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে পোস্টিং সংক্রান্ত বিষয়ে নানা প্রশ্ন করেন বলে খবর। মানিকের বিরুদ্ধে পোস্টিংয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। ধরুন কারোর বীরভূমে পোস্টিং প্রয়োজন। অথচ সংশ্লিষ্ট পদে ওই জেলায় কোনও শূন্যপদ নেই। কিন্তু অর্থের বিনিময়ে সেখানে নতুন পদ তৈরি হয়ে যেত। মূলত চারটি জেলা বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং মুর্শিদাবাদে এই দুর্নীতি হয়েছে৷ পছন্দের স্কুলে নিয়োগের বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে এক লক্ষ টাকা করে মোট চার কোটি টাকা লেনদেন হয়েছে বলে আদালত এ দিন সন্দেহ প্রকাশ করেছে অভিযোগকারী৷ গোটা দুর্নীতিটাই মানিক ভট্টাচার্যের মস্তিষ্কপ্রসূত বলে মনে হচ্ছে। সুকান্ত প্রামাণিক নামে এক ব্যক্তি এনিয়ে মামলা করেছিলেন। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারিপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারই নির্দেশ দিয়েছিলেন রাতেই জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করতে হবে।আদালতের ধাক্কায় সেই মামলায় গতকাল প্রায় যুদ্ধকালীন তৎপরতায় জেরার পর প্রসিডেন্সি জেলে আজ তাঁকে জেরা করবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এমনটাই ইঙ্গিত সিবিআই সূত্রে। 

Scroll to Top