৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রাকৃতিক উপাদানে তৈরি হচ্ছে রাখি

High News Digital Desk:

প্রাকৃতিক উপাদানে তৈরি হচ্ছে রাখি :

সামনেই রাখি বন্ধন উত্সব| ভাইবোনের মধ্যে বন্ধনের দিন| তবে রাখি বন্ধন কিন্তু শুধুমাত্র ভাইবোনের বন্ধনের উত্সব নয়| ১৯০৫-এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশভাগের সময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে পথে নেমে রাখি পরিয়েছিলেন| তারপর থেকেই এই দিনটি রাখি বন্ধন উত্সব হিসেবে পালিত হয়ে আসছে| রাখির দিন অনেকেই বাজার চলতি রাখি কেনেন অনেকে আবার ফুলের তৈরি রাখিও পরিয়ে থাকে| কিন্তু এবার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি| খড় সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখিগুলো তৈরি করছেন স্বপ্ন তোরন নামে একটি সংস্থার সাতজন সদস্য| আর কিছুদিন পরই রাখি বন্ধন উত্সব| উত্সবে মেতে উঠবে গোটা দেশের মানুষ| তাই দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা| এই রাখির মূল্য পাঁচ টাকা থেকে কুড়ি টাকা পর‌্যন্ত| কমলা মণ্ডল ও মহাদেব দত্ত সহ সাতজন সদস্য একসঙ্গে কাজ করে রাখি তৈরি করছেন| রাখি ছাড়াও বছরের অনান্য সময় এরা ধূপকাঠি তৈরি, মাশরুম চাষ সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ করেন এই শিল্পীরা| রোজগারের আশায় রাখি তৈরিতে মন দিয়েছেন তারা| সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে আশা তাদের| স্বপ্ন তোরনের সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, খড় সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই রাখিগুলো দেখতে বেশ আকর্ষণীয়| জলপাইগুড়ি শহরের এমন সাতজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়ে তৈরি করছে কয়েক হাজার রাখি| অর্ডার অনুযায়ী জলপাইগুড়ির পাশাপাশি রাজস্থান, কলকাতা সহ বিভিন্ন শহরে যাবে এই রাখিগুলো|

Scroll to Top