২১ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৭ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৭ ডিসেম্বর ২০২৫

প্রয়াত প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল

High News Digital Desk:

প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল। দীর্ঘদিন ধরেই অভিনেত্রী বার্ধক্যজনিত নানা কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতীয় চলচ্চিত্রে একসময় পরিচিত নাম ছিলেন তিনি। তাঁর মৃত্যুকে তাই এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন অনুরাগীরা। শুক্রবার অভিনেত্রীর পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই মুহূর্তে তাঁদের এই শোকবিহ্বল পরিস্থিতিতে অভিনেত্রীর পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, কামিনী কৌশল ভারতীয় বিনোদুনিয়ায় প্রবীণতম অভিনেত্রী। ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে। ১৯৪৬ সালে বলিউডের সফর শুরু করেছিলেন তিনি। ‘নীচা নগর’ ছবির হাত ধরেই ফিল্মি দুনিয়ায় তাঁর পথচলা শুরু। এই ছবি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে পামে ডি’ওর সম্মান জিতেছিল। আন্তর্জাতিক মঞ্চে এই ছবি বিশেষ ছাপ ফেলেছিল। অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। প্রায় সাত দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন কামিনী কৌশল। সাদা-কালো ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর। বিনোদনজগতে মার্জিত, বুদ্ধিমতী ও ভদ্র মানুষ হিসাবে পরিচিত ছিলেন।

‘দো ভাই’, ‘শহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পরস’, ‘নমুনা’, ‘আরজু’, ‘ঝঞ্জার’, ‘আব্রু’, ‘বড়ে সরকার’, ‘জেলর’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন কামিনী। ‘প্রেম নগর’, ‘দো রাস্তে’, ‘মহা চোর’-এর মতো ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। গত কয়েক বছরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘কবীর সিংহ’, ‘লাল সিংহ চড্ডা’র মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। কামিনী কৌশল অভিনয় করেছেন, দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অশোক কুমারের মতো হিরোদের সঙ্গে। দাপুটে হিরোর পাশে অভিনয় করেও, নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অভিনেত্রী। হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া বলিউডে।

Scroll to Top