কলকাতা : ‘কিছু প্রমাণ লোপাট করতেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) তৈরি হচ্ছে।’ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল থাকাকালীন আয়-ব্যয় সংক্রান্ত গরমিল করেছিলেন সন্দীপ ঘোষ। অভিযোগ খতিয়ে দেখবে সিট। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক এই সক্রিয়তাকে ভালো চোখে দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গে তাঁর মন্তব্য, প্রমাণ লোপাট করতেই সিট-উদ্যোগ।
শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ, ‘ফিনান্সিয়াল ইররেগুলারিটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। তাঁর নির্দেশে নিম্নমানের চিকিৎসা-সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। অবৈধ ভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। এ’রাজ্যে এই সংক্রান্ত পুরো চক্রটার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মানি লন্ডারিং অ্যাক্টে ধরা পড়া আটকাতে তৈরি হচ্ছে সিট।’
তবে আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ড মামলায় সুপ্রিম কোর্টের প্রথম দিনের শুনানি নিয়ে কিছুটা হতাশ শুভেন্দু। তাঁর মতে, প্রাথমিক ভাবে চিকিৎসক, চিকিৎসা-কর্মী ও চিকিৎসাকেন্দ্রের সার্বিক সুরক্ষার বিষয়টিই নিশ্চিত করতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশ্চিত, আগামী দিনে হত্যাকাণ্ড ও হাসপাতালে চরম অরাজকতা চালানোর বিষয়টি প্রাধান্য পাবে… দৃষ্টান্তমূলক শাস্তি হবে।