৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীকে চিঠি, ধর্ষণ ঠেকাতে কঠোর আইন আনার প্রস্তাব মমতার

High News Digital Desk:

কলকাতা : দেশজুড়ে নারী অবমাননার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘দেশে ধর্ষণের ঘটনা নিয়মিত হারে বেড়ে চলেছে। বহু ক্ষেত্রই ধর্ষণের সঙ্গে-সঙ্গে ঘটছে খুন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটা ভয়ঙ্কর ব্যাপার যে, দেশ জুড়ে প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে। সমাজ ও জাতিকে নাড়িয়ে দিচ্ছে এই তথ্য। এসব শেষ হওয়া দরকার। নারীরা যাতে নিজেদের সুরক্ষিত অনুভব করেন, তার জন্য আমাদের প্রত্যেকের সচেষ্ট হওয়া উচিত।’

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘এ’ধরনের গুরুতর স্পর্শকাতর বিষয়কে বিস্তারিত প্রেক্ষাপটে দেখা প্রয়োজন। ধর্ষণের মত অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠোর আইন আনা উচিত। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে ১৫ দিনের মধ্যে দ্রুত শুনানিরও ব্যবস্থা করা উচিত এক্ষেত্রে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতার এই চিঠির আগে, এদিন সকালে একই ধরনের বার্তা নিজের এক্স (X) হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে ‘গত ১০ দিনে ভারতে ৯০০ জনের ধর্ষিত হওয়া’র পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। ‘চূড়ান্ত পদক্ষেপ প্রয়োজন,’ লেখেন তিনি। ধর্ষণের মামলায় শুনানির গতি বাড়ানো ও অপরাধীদের চরম সাজার কথাও উঠে আসে সামাজিক মাধ্যমে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টটিতে।

Scroll to Top