৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে গিয়ে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে প্রশংসায় ভরিয়েছেন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : দু’দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। দুই দেশের মানুষের যোগসূত্র বোঝাতেই এমবাপের উদাহরণ টেনে আনেন মোদি। ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে প্রশংসায় ভরিয়েছেন নরেন্দ্র মোদী। মোদি বলেন, ফ্রান্সের যত মানুষ এমবাপেকে চেনেন, তার থেকে অনেক বেশি ভারতীয়রা এমবাপেকে চেনেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপের ফ্যান ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। মোদী জানান, ভারতের ফুটবল প্রেমীদের মধ্যে এমবাপেকে নিয়ে কতটা উত্তেজনা রয়েছে। তিনি বলেন, ‘ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে খুবই জনপ্রিয়। মোদীর এই কথা শোনার পর একসঙ্গে হাততালি দিয়ে ওঠেন সেই সম্মেলনে থাকা প্রবাসী ভারতীয়রা।

২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।  চার বছর পর, ২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠেছিল। আর্জেন্টিনার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেও অবশ্য ট্রফি জেতা হয়নি তাঁর। বর্তমানে প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলছেন এমবাপে।  ক্লাব পিএসজির হয়েও বিরাট সাফল্য পেয়েছেন কিলিয়ান এমবাপে।

শুধু ফুটবলই নয়, নানা ক্ষেত্রেই ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের জাতীয় দিবসের আগে সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Scroll to Top