৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : গত সপ্তাহেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এশিয়াডের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষিত হয়। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনে শুরু হতে চলা এশিয়ান গেমসে খেলবে ভারত।  সেই দলেই রয়েছেন রিঙ্কু সিংহ। কেকেআরের জার্সি গায়ে  আইপিএলে কামাল করেছেন রিঙ্কু সিং। এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক রিঙ্কুর। সংবাদমাধ্যমকে তিনি জানান,  প্রিয় ক্রিকেটার কিন্তু আরেকজন বাঁ-হাতে ব্য়াট করা ভারতীয় প্রাক্তনীই। তিনি আর কেউ নন, সুরেশ রায়না । এই বিষয়ে কথা বলতে গিয়ে রিঙ্কু জানান, ‘সুরেশ রায়না আমার আইডল।জীবনের এমন স্মরণীয় মুহূর্তে নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি।  অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রতিভার জোরে জাতীয় দলে সুযোগ পাওয়ার সফরটা রিঙ্কুর জন্য় কিন্তু একেবারেই সহজ ছিল না। রিঙ্কু জানান তিনি জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চাপানোর পর কেঁদে ফেলতে পারেন।  এই সাফল্যের জন্য আমার থেকেও আমার বাবা-মা, পরিবার বেশি খুশি হবে। তাঁরাও দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন। আমার পরিশ্রম, প্রতিকূলতা তাঁরা কাছ থেকে দেখেছেন।”

Scroll to Top