নয়াদিল্লি : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ। শুধু বাংলায় নয়, ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (FAIMA) ডাকে সারাদেশের হাসপাতালগুলিতে বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে আজ থেকে।
নাগপুরের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বহির্বিভাগের সামনে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। প্রতিবাদে অংশগ্রহণকারী চিকিৎসক ডা. দীক্ষা বাজাজ (Dr. Diksha Bajaj) সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে জানিয়েছেন তাঁর ক্ষোভের কথা। তিনি বলেন, ‘চিকিৎসকরা বাড়ির তুলনায় হাসপাতালেই বেশি সময় কাটান। হাসপাতাল আমাদের দ্বিতীয় বাড়ি। সেখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে, তাহলে কোথায় থাকবে? আমরা আমাদের নিরাপত্তা দাবি করছি, আর কিছু নয়। আমরা রোগীদের সেবা করছি বটে, কিন্তু আমাদের নিরাপত্তাটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি নিরাপদ না হই, তাহলে কিভাবে কাজ করব? সুবিচার চাই আমরা। তা পেয়ে গেলে, কর্মবিরতি প্রত্যাহার করে নেব।’
দিল্লিতেও একই ছবি। দিল্লি এইমসে (AIMS) কর্মবিরতি শুরু হয়েছে বহির্বিভাগে। চলছে প্রতিবাদ। আরএমএল (RML) হাসপাতালেও দৃশ্য একইপ্রকার। চলছে কর্মবিরতি। প্রতিবাদ কর্মসূচি পালন করছেন পড়ুয়া ও চিকিৎসকরা। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছেন তাঁরা।