৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

প্রতিকূল আবহাওয়ায় সিকিমে ফের উদ্ধারকাজে বিঘ্ন, আটকে ১১৩ জন পর্যটক

High News Digital Desk:

সিকিমে এখনও আটকে রয়েছেন শতাধিক পর্যটক। উদ্ধারকাজ চলছিল জোরকদমে, কিন্তু বুধবার সকাল থেকে খারাপ আবহাওয়া কারণে ফের বিঘ্নিত হল উদ্ধারকাজ। প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া ১১৩ জন পর্যটককে উদ্ধারের কাজ স্থগিত করা হয়েছে। এদিন সকালে পাকিয়ং বিমানবন্দর থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরেফ) একটি এমআই -১৭ হেলিকপ্টার নিয়ে উদ্ধারকার্যের উদ্দেশে রওনা দিলেও খারাপ আবহাওয়া কারণে ফিরে আসতে বাধ্য হয়।

একটানা বৃষ্টির কারণে জায়গায় জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার জেরে লাচেনে আটকে রয়েছেন বহু পর্যটক। ভারতীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই গোটা সিকিমে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়ে লাল সতর্কতা জারি করেছে।

Scroll to Top