এবার পেঁয়াজের ঝাঁজে নয় দামেই চোখে জল সাধারণ মধ্যবিত্তের| পেঁয়াজের দাম বৃদ্ধিতে পকেটে টান গৃহস্থের| আগে যে পেঁয়াজ কিনতে কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকা খরচ হত , এখন তা কিনতে দিতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা| ব্যবসায়ী মহলের একাংশের দাবি , মূলত পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে খোলাবাজারেও বেড়েছে পেঁয়াজের দাম| আগে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিলো ১৮ থেকে ২০ টাকা| পরে তা বেড়ে দাঁড়ায় ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত| যার জেরে পেঁয়াজ বিকোচ্ছে ৬০ থেকে ৬৫ টাকাতেই| বর্ষা দেরি হওয়ায় পেঁয়াজের ফলনও দেরিতেই হচ্ছে| আর তার ফলে জোগানের ঘাটতিও দেখা দিয়েছে| বাড়তে শুরু করেছে পেঁয়াজের দামও| উত্সবের মরশুমে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা কেজি দরে পৌছায়| পুজো শেষ হলেও সেই দাম আর কমেনি| বরং দাম বেড়ে বেশ কিছ জায়গায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ| পেঁয়াজের মূল্যবৃদ্ধির ফলে যেমন মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে, তেমনই সরকারও বেশ চিন্তাতেই পড়েছে| দিল্লি, জয়পুর, বিকানের কোটা, চন্ডীগড়, ভোপাল, হায়দ্রাবাদ সহ মোট ১২ টি শহরে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে|
