কলকাতা : ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র নবান্ন অভিযান ।আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক পুলিশ। নবান্নকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন ও সংলগ্ন এলাকায় চলছে পুলিশি নজরদারি। নবান্নের সামনে র্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে। দায়িত্বে রয়েছেন ১৩ জন এসপি পদমর্যাদার অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি ও ডিসি পদমর্যাদার অফিসার, ২৬ জন ইন্সপেক্টর।
সোমবার রাজ্য পুলিশ জানিয়ে দিয়েছিল, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র ডাকা নবান্ন অভিযান বেআইনি। কেউ কেউ অভিযানের নামে অশান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে বলেও আশঙ্কা প্রকাশ করেন এডিজি দক্ষিণবঙ্গ। সতর্ক রয়েছে রাজ্য পুলিশ। ৪০০০ পুলিশ মোতায়েন রয়েছে। কোমর বেঁধেছে কলকাতা পুলিশও। ধর্মতলা, হেস্টিংস ক্রসিং, রেস কোর্সের গেট, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজে মিছিল আটকাতে ব্যারিকেড করেছে কলকাতা পুলিশ। রাখা হচ্ছে স্টিলের ব্যারিকেড। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। ড্রোন দিয়ে চলছে নজরদারি।
নবান্নের সবক’টি গেটে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। নবান্নে প্রবেশ করতে গেলে আজ সেখানকার কর্মীদেরও পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। পাশাপাশি, নবান্নের আশপাশে সন্দেহ হলেই পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ। নবান্নে প্রবেশের সবক’টি রাস্তায় রয়েছে পুলিশের ব্যারিকেড। পরিবহণ দফতর যাত্রীদের বেশি বাস দিলেও রাস্তা বন্ধের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা।মঙ্গলে ভরসা একমাত্র মেট্রো।






