২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিশেষ রাজনৈতিক কর্মশালা

High News Digital Desk:

রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিশেষ রাজনৈতিক কর্মশালার সূচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দকে সম্বর্ধিত করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। এরপর শোকপ্রস্তাব পাঠ করা হয়। শোকপালনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। দলের সদস্য পদ বৃদ্ধি, বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মোকাবিলা–সহ ইত্যাদি একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীর, ইশা খান চৌধুরী, অধীররঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, অম্বা প্রসাদ, আসাফ আলি খান–সহ শীর্ষ নেতৃত্বরা।

Scroll to Top