গোটা রাজ্যের পাশাপাশি পাহাড়েও উন্নয়ন অব্যাহত। এই উন্নয়নের কাজ আরও ভালোভাবে করতেই পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দার্জিলিং এর ভানু ভবনে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও।এছাড়াও এদিন জিটিএ প্রধান অনীত থাপাকে সঙ্গে নিয়ে এই শিবিরের উদ্বোধন করেন।
