৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

High News Digital Desk:

নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ :

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী| ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বৌবাজার থানায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর বিধায়ক নওশাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে| অভিযোগের তদন্ত করবে বৌবাজার থানার পুলিশ| এই প্রসঙ্গে নওশাদ যদিও জানিয়েছেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত| অভিযোগের কপি তিনি পাননি| নওশাদ যদিও বিষয়টিকে তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন|
এফআইআরে অভিযোগকারিণী জানিয়েছেন, দেড় বছর আগে তাঁকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে নিজের অফিসে আটকে রেখে ধর্ষণ করেন নওশাদ| পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাসও করেছেন আইএসএফ বিধায়ক| অভিযোগ, এরপর অভিযোগকারিণী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে এড়িয়ে যেতে থাকেন নওশাদ| বিধায়ক কখনও নিজে, কখনও সহকারীদের দিয়ে তরুণীকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগকারিণী জানিয়েছেন| ৱুধবার নিউটাউন থানায় প্রথম অভিযোগ দায়ের করেন ওই তরুণী| তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে? কীভাবে ঘনিষ্ঠতা, তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি| থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এখনই কিছু বলতে চাইছি না| যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে জিজ্ঞেস করুন| জেনারেল ডায়েরি করেছি| শারীরিক হেনস্থা করা হয়েছে| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন নওশাদ সিদ্দিকি| এরপরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি একটি চিঠি সহ তরুণীর অভিযোগ বৌবাজার থানায় পাঠিয়ে দেন| সেখানেই এফআইআর দায়ের হয়| নিউটাউন থানায় অভিযোগকারিণী যখন যান, তখন সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত| তৃণমূলের তরফে ভাঙড়ে পঞ্চায়েত ভোটের প্রচারের দায়িত্বে রয়েছেন তিনি| তিনি কেন থানায় উপস্থিত, প্রশ্ন করা হলে সব্যসাচীবাৱু সংবাদমাধ্যমকে বলেন, এই তরুণীর তরফে আমাদের কাছে অভিযোগ জানানো হয়| ওঁর ভাই এসে বলেন| এঁরা তো সাধারণ মানুষ| কোন থানায় যেতে হবে, কী করতে হবে, এগুলো জানেন না বলে নিউটাউনে এসেছিলেন| এমনিতে তিনি এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকায় থাকেন| উনি আমার কাছে আসেন| ভারতের আইনে রয়েছে, কোনও মহিলা যে কোনও নিকটতম থানায় গিয়ে অভিযোগ করলে, যে থানার অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছিয়ে দেবে| আমার নিকটতম থানা যেহেতু নিউটাউন, তাই এখানে আসি| যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাত্ করে দিয়েছেন নওশাদ সিদ্দিকি| এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ভাঙড়ের বিধায়ক বলেন থানা থেকে নোটিস আসুক| তারপরই আমি এই বিষয়ে মুখ খুলব| তবে এখানে শাসকদলের রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেও সন্দেহ নওশাদের| তাঁর কথায়, আমি যদি কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকি, তাহলে ওই অভিযোগকারিণী তো সরাসরি থানায় আসতে পারতেন, নিজেই অভিযোগ করতে পারতেন| তিনি একজন তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে থানায় আসলেন কেন?
আগামী শনিবার পঞ্চায়েত নির্বাচন| তার আগে ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগের প্রভাব কি পড়বে ব্যালট বাক্সে? জবাবে আইএসএফ বিধায়ক স্পষ্ট বলেন, পঞ্চায়েত ভোটে কিছুটা ধাক্কা খাবে| কিন্তু ভোটাররা মানসিক প্রস্তুতি নিয়েছে যে সরকারের বিরুদ্ধে ভোট দেবে| অভিযোগ দেওয়াই যায়, কিন্তু সত্যতা প্রমাণ করতে হবে| গোটা বিষয়টি নিয়ে নওশাদ আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে| তাঁর কথায়, রাজ্য সরকার আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে| কখনও খুনের চেষ্টা, কখনও অস্ত্রসমেত খুন, বিভিন্ন মামলা দায়ের করেছে| এমনকি, ৪২ দিন জেলেও রেখেছিল| এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়| সময় এলে এই নিয়ে মুখ খুলব| অপেক্ষা করছি| এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ভাঙড়ের বিধায়ক আরও বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল| গ্রেফতারও করেছিল| বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল| কিন্তু আটকে রাখতে পারেনি| তাই ভোটের মুখে এসব করা হচ্ছে| নওশাদের আরও দাবি, আমি রাজনীতি করতে এসেছি| রাজনীতিতে আসার আগে থেকেই জানি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হবে| তাই এইসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি| নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ঘিরে নতুন করে চড়ছে রাজনৈতির পারদ| রাজনৈতিকভাবে তাঁর বিরুদ্ধে লড়াই করতে না পেরেই এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তিনি| যদিও বিধায়ক বলছেন, আইন আইনের পথে চলবে| তাঁর জনপ্রিয়তা অন্যদের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠছে বলেও দাবি তাঁর| এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকিও| তাঁর বক্তব্য, পঞ্চায়েতের আগে একটি ইসু্য তৈরি করার জন্যই এই ধরনের অভিযোগ আনা হয়েছে|

Scroll to Top