৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

নেপালের মাচিন্দ্রা এফসিকে উড়িয়ে দিয়ে AFC কাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান

High News Digital Desk:
  • নেপালের মাচিন্দ্রা এফসিকে উড়িয়ে দিয়ে AFC কাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান

নেপালের মাচিন্দ্রা এফসিকে উড়িয়ে দিয়ে AFC কাপের দক্ষিণাঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান। নজর কাড়লেন সবুজ-মেরুনের অজি বিশ্বকাপার জ্যাসন কামিন্স।কামিংস শুরু থেকেই ছিলেন। কিন্তু প্রথম এক মিনিটেই একটি হেড এবং তারপর একটি ডান পায়ের শট গোল করতে পারলেন না অস্ট্রেলিয়ান তারকা। ৩৮ মিনিট পর্যন্ত মোহনবাগানকে গোলের জন্য অপেক্ষা করতে হল। হুগোর কর্নার থেকে অবশেষে হেড করে গোল করলেন আনোয়ার। সবুজ-মেরুন জার্সি গায়ে গোলের খাতা খুলে ফেললেন কামিন্স। ম্যাচের ৫৯ মিনিটে একটা দুর্দান্ত থ্রু পাস থেকে গোলরক্ষককে ধরাশায়ী করে দিয়ে যেভাবে তিনি বিপক্ষের জালে বল জড়ালেন সেটা অনেক সবুজ-মেরুন সমর্থকের মনে আশা জাগাবে। তার আগেই অবশ্য এগিয়ে গিয়েছিল মোহনবাগান। প্রথমার্ধে দুর্দান্ত হেডারে সবুজ-মেরুনকে এগিয়ে দিয়েছিলেন আনোয়ার আলি। ম্যাচের ৩৮ মিনিটে ভাসানো বলে দুর্দান্ত হেডারে গোল করেন মোহনবাগানের নতুন ডিফেন্ডার। এরপর কামিন্সের কেরামতিতে মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে। ৮৬ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল মোহনবাগান। দিমিত্রির ফ্রিকিক থেকে বক্সের মধ্যে দুরন্ত হেডে গোল করেন এই স্টপার। সবুজ মেরুনের নায়ক আনোয়ার।

Scroll to Top