কলকাতা : নেপালে বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে বাস! জানা যাচ্ছে, বাসটির যাত্রা শুরুর জায়গা ছিল উত্তরপ্রদেশ। গন্তব্য নেপাল। ভারতের নাগরিকরাই ছিলেন যাত্রী। তাঁদের অনেকের মৃত্যুর খবর আসছে।
নেপালে পোখরায় পৌঁছেছিল উত্তরপ্রদেশের বাসটি। পরবর্তী গন্তব্য ছিল কাঠমান্ডু। কিন্তু সে-দেশের রাজধানীতে আর পৌঁছনো হল না। পথিমধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা৷
বাস তখন নেপালের গণ্ডকি প্রদেশের তনহুঁ জেলা অতিক্রম করছে। পাশেই বয়ে চলেছে খরস্রোতা নদী মারশিয়াংড়ি। বাসের যাত্রীরা সকলেই ভারতীয়। সংখ্যাটা কাছাকাছি ৪০। হঠাৎ নিয়ন্ত্রণ হারাল বাস। সোজা নেমে গেল মারশিয়াংড়ির জলে। প্রবল আতঙ্কে যাত্রীরা দিশেহারা। হঠাৎ ঘনিয়ে ওঠা মৃত্যুর সঙ্গে লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৪ যাত্রী সেই লড়াইয়ে পেরে ওঠেননি। মৃত্যু হয়েছে তাঁদের।
দুর্ঘটনাস্থল, তনহুঁ জেলার ওই এলাকায় দ্রুত ছুটে যান আশপাশের লোকজন। পৌঁছয় জেলা প্রশাসন ও উদ্ধারকারী দল। অনেককে উদ্ধার করা সম্ভব হলেও ১৪ যাত্রীর প্রাণহানি ঠেকানো যায়নি। জখমদের শুশ্রূষার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে নেপাল-ভারত প্রশাসনের মধ্যে কথা হয়েছে। খোজখবর রাখছে নয়াদিল্লি।