৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

নেতাজি ইন্ডোরে বৈঠকে সুজিত বসুকে রীতিমতো কড়া সুরেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

High News Digital Desk:

নেতাজি ইন্ডোরে বৈঠকে সুজিত বসুকে রীতিমতো কড়া সুরেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী:

মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো সংক্রান্ত বৈঠকে সুজিত বসুকে রীতিমতো কড়া সুরেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলে দিলেন, ধুমধাম করে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর জন্য যাতে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যানজট না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। ভিআইপি রোডের ধারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় ভিড় হয় লাগামছাড়া৷ রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়৷ কিন্তু এয়ারপোর্ট সংযোগকারী ওই রাস্তায় চলা দায় হলে তো মুশকিল৷ তাই এ বারেও পুজোর সময় রাস্তা সচল রাখার কথা আগে থেকেই শ্রীভূমির আয়োজন, রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  মন্ত্রী সুজিত বসুর এই পুজোয় প্রতিবারই কিছু না কিছু চমক থাকে। কখনও ‘বাহুবলী’র সেট তো কখনও বুর্জখালিফার থিমে সেজে ওঠে মণ্ডপ। মা দুর্গার সোনার সাজ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন সাধারণ মানুষ। যার জন্য ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়।মুখ্যমন্ত্রী বলেন, “পুজোতে প্রচুর লোক আসে। সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস। এমনভাবে এলাকাটা করে রাখে যে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। এবার পুলিশকে বলব এয়ারপোর্ট যাতে ডিসটার্বড না হয়। সেটা দেখে সুজিত তুমি পুজো করবে। শুধু তোমার পুজোতেই যাবে আর অন্যগুলোয় যাবে না, তোমার চালাকিটা আমি বুঝি। তুমি দমকল মন্ত্রী, তোমায় এটা মাথায় রাখতে হবে। তুমি খুব ভাল করে পুজো করো। অভিনন্দন রইল। কিন্তু ভিআইপি এলাকাটা ভিআইপি-ই। তাই দেখতে হবে যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয়। ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লক হয় আমি তোমাকে ব্লক করব।”

Scroll to Top