২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

নিজের ব্যর্থতা লুকনোর জন্য রাহুল ভোট চুরির কথা বলেন : মনোজ তিওয়ারি

High News Digital Desk:

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার অভিযোগ করেছেন ভোট চুরি নিয়ে। বিহারের প্রাথমিক ফল এনডিএ-র পক্ষে যেতে শুরু করতেই রাহুলের সেই মন্তব্যকে নিশানা করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন, নিজের ব্যর্থতা লুকনোর জন্য তিনি (রাহুল গান্ধী) ভোট চুরির কথা বলতে থাকেন। কিন্তু আজ বিহারের প্রতিটি শিশু এদের যথাযথ জবাব দিচ্ছে।

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা সম্পর্কে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, এই জয় প্রত্যাশিত ছিল। যেদিন মহাগঠবন্ধন ‘শাহাবুদ্দিন অমর রহে’ বলেছিল, সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে বিহারের মানুষ আর শাহাবুদ্দিনকে সমর্থন করবে না। যেদিন রাহুল গান্ধী ছট মাতার পূজাকে ‘নাটক’ বলেছিলেন, এটা শুনে কি আর বিহারের মানুষ অন্য কোনও বিকল্প বেছে নিতে পারে?

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আদতে ‘ভোট চুরি’কে ধামাচাপা দেওয়ার চেষ্টা— এমনই অভিযোগ করেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ‘ভোট চুরি’র অভিযোগ এনেছেন রাহুল, তেমনই সম্প্রতি বিহারে হওয়া বিশেষ নিবিড় সংশোধন–এর প্রবল বিরোধিতা করেন তিনি। তাঁর দাবি ছিল, বিশেষ নিবিড় সংশোধন–এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দিয়ে অবৈধদের ঢুকিয়ে জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি।

Scroll to Top