নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার পূর্ব যাদবপুরে:
গ্রিন পার্কে ভাড়াবাড়ি থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব যাদবপুর থানা এলাকায় একটি নার্সিংহোমের পাশের গলিতে। নিহত মল্লিকা দাস, বাঁকুড়ার বাসিন্দা। আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন তিনি। তিনি কয়েক বছর ধরে কলকাতায় ছিলেন পড়াশোনার জন্য। মল্লিকা অত্যন্ত হাসিখুশি ছিলেন। রবিবার রাতের খাবারদাবার খাওয়ার পর একটি ফোন আসে তাঁর। দীর্ঘক্ষণ ধরে ফোনে কথা বলেন। তারপর মনমরা হয়ে যান। সোমবার সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সকলে।সোমবার সকালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মল্লিকা দাস। পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানতে পেরেছে, পিজিতে আর বাকি সঙ্গীদের সঙ্গে মিশেই থাকতেন মল্লিকা। তবে বন্ধুরা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে কোনও একটি বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রাতে সকলের সঙ্গে খাবারও খেয়েছিলেন তিনি। রাতে বিছানায় গিয়ে শুয়ে পড়েন। বাকিরাও ঘুমিয়ে পড়ে। এর পরের দৃশ্য আর কেউ সেভাবে দেখেননি। সকালে যখন মল্লিকাকে তাঁর ঘরে দেখতে পাননি, তখন পিজির বাকি বন্ধুরা তাঁর খোঁজ শুরু করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতার পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করেছে। সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত নিলেন ছাত্রী নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।