৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

নববর্ষের আবাহনে মেতেছে বাংলা, বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়

High News Digital Desk:

পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনেক রাতে এক্স হ্যান্ডেলে টুইট করে মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমের পাতায় লেখেন, “এসো, এসো, এসো হে বৈশাখ। শুভ নববর্ষ ১৪৩২! নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।”

মুখ্যমন্ত্রী অপর একটি টুইটে জানান, ‘আমি বাংলায় গান গাই। ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।

Scroll to Top