৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

নবদ্বীপে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার

High News Digital Desk:

 আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর মাজিদা পঞ্চায়েতের কুটিরপাড়া এলাকার বাসিন্দা মাসানুন মল্লিক ওরফে মুসনুন (৪৮)-কে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নদীয়ার নবদ্বীপ ব্লকের মহিশুরা মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সঞ্জু শেখের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। সঞ্জু শেখকে গ্রেফতার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাসানুন মল্লিকের নাম উঠে আসে।

বুধবার গভীর রাতে পূর্বস্থলী থানার সাজিয়ারা মোড় এলাকা থেকে মাসানুন মল্লিককে গ্রেফতার করা হয়। নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।

পুলিশের ধারণা, মহিশুরা গ্রামের অস্ত্র তৈরির কারখানার পেছনে একটি বড় চক্র কাজ করছে। এই চক্রটি কীভাবে বিস্তার লাভ করেছে এবং এর সঙ্গে আরও কারা যুক্ত, তা জানতে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Scroll to Top