৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ধর্ষণে অভিযুক্তের স্ত্রী-ই মামলার সাক্ষী, পুলিশের তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত

High News Digital Desk:

ধর্ষণে অভিযুক্তের স্ত্রী-ই মামলার সাক্ষী, পুলিশের তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত:

হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য। ধর্ষণে অভিযুক্তের স্ত্রী-ই মামলার সাক্ষী।  নদিয়া ধর্ষণ মামলায় এদিন চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঘটনার সূত্রপাত গত আগস্টে। নদিয়ার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এদিন সেই মামলারই শুনানির সময় মামলাকারীর আইনজীবী আদালতে জানান যে, অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকেই এই ঘটনার সাক্ষী করা হয়েছে। পাশাপাশি তিনি আদালতকে আরও জানান যে, নির্যাতিতার পরিবারের এক সদস্যের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগে পালটা মামলা করা হয়েছে। পুলিশের বক্তব্য শুনে কার্যত বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত। “যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁর স্ত্রীকেই সাক্ষী করেছে পুলিস!” এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত পুলিসের কাছে জানতে চান,”অগাস্ট মাসের ধর্ষণের ঘটনা, এখনও কেন নির্যাতিতার পোশাক বাজেয়াপ্ত করেনি পুলিস?” শেষে ক্ষোভের সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, ‘এটা তদন্তের নামে প্রতারণা হচ্ছে।’  আগস্টে ধর্ষণের মামলা দায়েরের পর তিন মাস কেটে গেলেও কেন নির্যাতিতার পোশাক বাজেয়াপ্ত করা হল না, প্রশ্ন তোলেন বিচারপতি। পুলিশের ভূমিকায় উষ্মাপ্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। তাঁর পর্যবেক্ষণ, “এটা তদন্তের নামে প্রতারণা হচ্ছে।” পরবর্তী শুনানির দিন কেস ডায়েরি নিয়ে তদন্তকারী আধিকারিককে আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতির। আগামী ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

Scroll to Top