৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ধর্ষণ ঠেকাতে কড়া আইন না আনলে কেন্দ্রকে চেপে ধরবে তৃণমূল, বার্তা অভিষেকের

High News Digital Desk:

কলকাতা : আরজি কর হাসপাতালের ঘটনায় রাজ্যে যখন উত্তাল পরিস্থিতি, তখন প্রাথমিক কিছু মন্তব্যের পর বেশ কয়েকদিন ধরে বিস্ময়করভাবে নীরব ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নীরবতা নিয়ে শুরুও হয়ে গিয়েছিল গুঞ্জন-জল্পনা। বুধবার, ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের মঞ্চ থেকে প্রত্যাশা মতোই সেই নীরবতা ভাঙলেন অভিষেক। এবং বুঝিয়ে দিলেন, অভিষেক আছেন অভিষেকেই।

নারী নিগ্রহের ঘটনায় ফের দ্রুত বিচার প্রক্রিয়া, অপরাধীদের সর্বোচ্চ সাজা এবং কড়া আইনের পক্ষে সওয়াল করলেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মেয়ো রোডে উপস্থিত মানুষের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘টাইম বাউন্ড অর্থাৎ ১ থেকে ২ মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত কিনা? বলুন, হ্যাঁ কি না?’

এরপরই অভিষেকের আক্রমণ, ‘বিজেপির নেতাদের বলব, যাঁরা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, ক্ষমতা থাকলে
সংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদির কাছে দাবি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান। দেশের শাসনভার মূলত যে দলের হাতে, সেই বিজেপির সভাপতি জেপি নাড্ডার কাছে দাবি জানান। দেখি কত ধানে কত চাল!’

বিজেপির উদ্দেশে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘এদের ক্ষমতা নেই ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার। তার কারণ, ভারতবর্ষে যদি ধর্ষণ বিরোধী কঠোর আইন আসে, তাহলে সবার আগে জেলে যাবে বিজেপির লোকজন।’

এখানেই থেমে থাকেননি অভিষেক। তিনি জোর গলায় বলেন, ‘এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব। দাবি এক, দফা এক, কেন্দ্রের সরকারকে আগামী দিনে ধর্ষণ বিরোধী আইন আনতে হবে। রাতারাতি এই সরকার নোটবন্দি করতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? রাতারাতি এই সরকার লকডাউন করতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? রাতারাতি এই সরকার অর্ডিন্যান্স এনে দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা কক্ষিগত করে নিজের কাছে রেখে দিতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন?’

এদিন আগের বহু দৃষ্টান্ত তুলে ধরে সিবিআই তদন্তকে তুলোধোনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও ঘটনাতেই সুবিচার মেলেনি বলে দাবি করেন তিনি। সেই সূত্রে বলেন, ‘বিচার তবেই হবে, যদি আইন আসে।… ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন যদি আগামী ৩-৪ মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন গড়বে তৃণমূল কংগ্রেস।’ অভিষেক এই বার্তাও দিয়েছেন যে, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই কেন্দ্রকে চিঠি লিখেছেন। আমরা দলগতভাবে চিঠি লিখব।… দলমত নির্বিশেষে আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব সংসদে।’ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন, ‘প্রতি সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে তা আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করার। বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে, আমরা আগামী দিনে তা-ই করব।’

Scroll to Top