সম্পর্কের বয়স মোটে পাঁচ বছর। তবে মধুমিতা-দেবমাল্য তাঁদের একে-অপরের কাছে সবথেকে ‘নিশ্চিন্ত আশ্রয়’। গত পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী।কবে, কোথায় বিয়ের পরিকল্পনা রয়েছে? মধুমিতা জানিয়েছেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের।










