নিজস্ব সংবাদদাতা : টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। শুরুটা ভাল হয়নি ভারতীয় দলের। দলের রান যখন ১৭, তখন প্রিয়া পুনিয়া৭ রানে ফিরে যান। ৪০ রানে ভারতের দ্বিতীয় উইকেট যায়। ইয়াস্তিকা ভাটিয়া ১৫ রান করে ফেরেন। ওপেনার স্মৃতি মান্ধানা ব্যক্তিগত ৩৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। ভারতের রান তখন ৬৮। এর পরে হরমনপ্রীত ও জেমাইমা ভারতের ইনিংস গড়ার কাজ করেন। হরমনপ্রীত ব্যক্তিগত ৫২ রানে আউট হন। জেমাইমা ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। ৮৬ রানে আউট হন জেমাইমা। হরলিন দেওল ২৫ রান করার পরে আর কেউ সেভাবে রানই করতে পারেননি। ভারতের মেয়েরা ৫০ ওভারে করে ৮ উইকেটে ২২৮ রান। বাংলাদেশ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ফরজানা ৮১ বলে ৪৭ রান করেন। দলের মধ্যে সর্বোচ্চ রান করেন তিনি। ৩৫.১ ওভারে বাংলাদেশ ১২০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজ এখন ১-১।









