দোকানির সঙ্গে বচসা থেকে মারধরের জেরে গিরিশ পার্কে মৃত্যু হল এক যুবকের:
দোকানির সঙ্গে বচসা থেকে মারধরের জেরে গিরিশ পার্কে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আকাশ প্রতাপ কুরি, বয়স ২০ বছর। এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে। মৃতের পরিবারের দাবি, জলের বোতল কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। মৃতের পরিবারের সদস্যরা জানায়, মোমোর ব্যবসা করবে বলে বাসন কিনতে গিয়েছিল দুই ভাই আকাশ প্রতাপ কুড়ি ও চন্দন প্রতাপ কুড়ি। তারা লেকটাউন এলাকার বাসিন্দা। কাজের ফাঁকেই ৪৮ নম্বর প্রিয়া মাইতি রোডের একটি টি স্টলে জলের বোতল কিনতে যায় দুজনে। সেই দোকানেই মালিক শের বাহাদুর সিং এর সঙ্গে তাঁদের ঝামেলা হয়। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, দোকানদার প্রথমে ওই ব্যক্তিকে মারধর করে। ভাইকে বাঁচাতে এলে দাদাকেও মারা হয়। আকাশ প্রতাপকে বেধড়ক মারধর করার পর হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ঘটনায় আহত তাঁর দাদা চন্দন প্রতাপ কুরি। তাঁদের লোহার রড দিয়ে মারধর করা হয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের তল্লাশি শুরু করার পর ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। চন্দনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আকাশের পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। শুক্রবার রাতভর চিকিৎসার পরও বাঁচানো যায়নি ২০ বছরের আকাশকে। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে মৃতের দাদা চন্দনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।