২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের কাছাকাছি, ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

High News Digital Desk:

দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। দেশে দ্রুত ছড়িয়ে পড়া করোনা উদ্বেগ আরও বাড়িয়েছে। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গেছে, দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় করোনার ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সতর্ক রয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত, দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৬৮১৫ জন হয়েছে। ৭৬৪৪ জন রোগী এই সংক্রমণ থেকে সেরে উঠেছেন। কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সর্বাধিক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫৩। এরপর রয়েছে গুজরাট। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, সেখানে ১১০৯ জন করোনা আক্রান্ত। পশ্চিমবঙ্গে ৭৪৭ জন করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। তবে দিল্লিতে মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা কমেছে।

Scroll to Top