নিট (NEET) ও নেট (NET) দুর্নীতির প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ডাকে দেশ জুড়ে ধর্মঘট। বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি পালন করল এসএফআই (SFI)। কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্মঘট উপলক্ষে বাম ছাত্র সংগঠনের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর ও এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের নেতৃত্বে চলল প্রতিবাদ কর্মসূচি।
বৃহস্পতিবার ক্লাস বয়কট করে ধর্মঘট পালন করেন বাম ছাত্র সংগঠনের সদস্য ও সমর্থকরা। তাঁদের দাবি, অবিলম্বে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করতে হবে। নিট ও নেট দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে। এসএফআই নেত্রী দীপ্সিতা ধর এদিন এনটিএ-র বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে ওঠেন। তাঁর দাবি, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল না করলে কোনও ভাবেই নিট ও নেটে স্বচ্ছতা আনা সম্ভব নয়।’
দুর্নীতির বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সোচ্চার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট। তাদের অভিযোগ, ‘রাজ্য এবং কেন্দ্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থাকে বিজেপি সরকার ধ্বংস করে দিচ্ছে। এদিকে এসএসসি দুর্নীতি শেষ করে দিচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা।’
বৃহস্পতিবার যখন কেন্দ্রীয় পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ছাত্র ধর্মঘট চলছে, তখন তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় ধর্মঘটীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এসএফআইয়ের। বাম ছাত্র সংগঠনের কটাক্ষ, ‘বিজেপির বিরুদ্ধে কিছু করলেই তৃণমূলের অসুবিধা হচ্ছে।’
এদিন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট চলাকালীন অন্য ছাত্র সংগঠনের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়ায় এসএফআই। অন্যান্য ছাত্র সংগঠনের অভিযোগ, বৃহস্পতিবার পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দিয়েছে এসএফআই।