২ কার্তিক ১৪৩২ রবিবার ১৯ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২ রবিবার ১৯ অক্টোবর ২০২৫

দুর্গা প্রতিমার বিসর্জনের তারিখ ঠিক করলো টাকি পুরসভা

High News Digital Desk:

বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকির প্রতিমা নিরঞ্জন দেখতে ইতিমধ্যে রাজ্য ছাড়িয়ে বিদেশি পর‌্যটকরা ভিড় জমাচ্ছেন| দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে হোটেল গুলোই ইটিমধ্যেই ৱুকিং শেষ হয়ে গেছে| বৃহস্পতিবার ইছামতি নদীর বক্ষে জিরো পয়েন্টে বসিরহাট পুলিশ জেলা, টাকি পৌরসভার উদ্যোগে বিএসএফ-র একটি বৈঠক হয়| বৈঠকে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্যান্য বিশিষ্টজনেরা| বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার অর্থাত্ ২৪ শে অক্টোবর প্রতিমা নিরঞ্জন হবে| আন্তর্জাতিক আইন মেনে দর্শনার্থীদের এবং ঠাকুরের নৌকা জিরো পয়েন্টে বরাবর সীমান্ত অতিক্রম না করে প্রতিমা নিরঞ্জন হবে| কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সীমান্ত রক্ষী বাহিনীরা নজরদারি রাখছে| ইতিমধ্যেই টাকির ঘাট গুলোকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে টহল শুরু করেছে| মেডিক্যাল টিম স্বাস্থ্য কর্মী ও পানীয় জলের পর‌্যাপ্ত ব্যবস্থা করা হবে| কোন অঘটন যাতে না ঘটে ইত্মধ্যে টাকি পুরসভা বসিরহাট পুলিশ জেলা বিএসএফ চড়ান্ত রুপরেখা তৈরি করেছে টাকি পুরসভা| ইতিমধ্যেই ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে তাই এই বিসর্জন এক অন্য আবেগ সংস্কৃতি জড়িয়ে রয়েছে|

Scroll to Top