৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

দিল্লির সমাধি স্মারক মন্দিরে প্রার্থনাসভা, প্রয়াণ দিবসে অটল-স্মরণ

High News Digital Desk:

কলকাতা : আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস| দেশের বিভিন্ন প্রান্তে স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন| এই উপলক্ষে বিজেপির অফিসিয়াল এক্স (X) হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী, আমাদের অনুপ্রেরণা, ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলি|’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবার দিল্লির সদৈব অটল সমাধি স্মারক মন্দিরে গিয়ে প্রার্থনাসভায় যোগ দেন| তাঁদের সঙ্গে ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)| দিল্লির সমাধি স্মারক মন্দিরে প্রার্থনাসভায় ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও| ছিলেন রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য| প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পালিত কন্যা নমিতা কউল ভট্টাচার্য (Namita Kaul Bhattacharya)|

নিজের এক্স (X) হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) লিখেছেন, ‘জাতীয় স্বার্থ ও দেশের নৈতিক দৃঢ়তার প্রতি স্বচ্ছ ভাবে বিশ্বস্ত থাকার কথা উঠলেই অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ চলে আসে| তিনি বিজেপিকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি জাতীয় স্বার্থের ধারণাকে জনপ্রিয় করে তুলেছিলেন| প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দেশকে অর্থনৈতিক ও কৌশলগত দিক দিয়ে শক্তিশালী করেছিলেন| ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে তাঁর প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধা জানাই|’

২০১৮-র ১৬ আগস্ট দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন অটলবিহারী বাজপেয়ী| মোট ২ বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি| প্রথমবার ১৯৯৬ সালের ১৬ মে থেকে ওই বছরেরই ১ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন অটলবিহারী| এরপর ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রী হন তিনি| সেবার পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীত্ব ধরে রাখেন অটলবিহারী বাজপেয়ী| শুধু বিজেপি নয়, রাজনৈতিক বৃত্তের বাইরেও বহু মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে জানিয়েছেন শ্রদ্ধা| মগ্ন হয়েছেন স্মরণে|

 

Scroll to Top