রাজধানী দিল্লিতে বায়ুদূষণ কমছেই না, উল্টে বেড়েই চলেছে। শনিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগতমান পৌঁছল ৩২২-এ। যা অত্যন্ত অস্বস্তিকর পর্যায়ের মধ্যেই পড়ে। এদিন সকালে দিল্লির পালাম এলাকাকে রীতিমতো গ্রাস করে বিষাক্ত ধোঁয়া। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অনুসারে, এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২০, যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে ছিল।
এদিন সকালে দিল্লির ইন্ডিয়া গেট এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২২। চারিদিক ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। বায়ুদূষণের জেরে দিল্লিতে অসুস্থতার সংখ্যাও বাড়ছে। এখনও শীত সেভাবে পড়েনি, তার আগে এই দূষণে নাজেহাল অবস্থা রাজধানীতে।









