- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেলেও, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। সহজেই ৮ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক কে এল রাহুল। বোলাররাও ভালোই পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও জয় পেল না ভারতীয় দল। প্রোটিয়াদের হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার টনি ডে জর্জি। তিনি ১২২ বলে ১১৯ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার রিজা হেনড্রিকস ৫২ রান করেন। র্যাসি ভ্যান ডার ডুসেন করেন ৩৬ রান। ২ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৪৬.২ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায়। সর্বাধিক ৬২ রান করেন সুদর্শন। তাঁর ৮৩ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরুটা দুর্দান্তভাবে করলেও, দ্বিতীয় বলেই আউট হয়ে যান। ১০ রান করেন তিলক ভার্মা। রাহুল করেন ৫৬ রান। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। সঞ্জু স্যামসন জাতীয় দলের হয়ে বেশি ম্যাচে খেলার সুযোগ পান না বলে বিসিসিআই কর্তা, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন অনেকে। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন না কেরালার উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত ভারতীয় দলের পারফরম্যান্স মিশ্র। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতের তরুণ ক্রিকেটাররা।