৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ত্বক নিষ্প্রাণ হয়ে পড়েছে? জেল্লাদার ত্বকের জন্য বাড়িতেই চটজলদি বানিয়ে নিন সিরাম

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : ত্বকের যত্নে সিরাম ব্যবহার করেন অনেকেই| ত্বককে জেল্লাদার করে তুলতে সিরামের জুরি মেলা ভার| ত্বকে পুষ্টি জোগায় সিরাম| নিয়মিত সিরাম ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা কমে যায়| তবে সকলের ত্বকের ধরন অনুযায়ী সিরাম ব্যাবহার করা উচিত্| তৈলাক্ত ত্বকে যে সিরাম ব্যবহার করা যায়, শুষ্ক ত্বকে সেই সিরাম ব্যবহার করলে কোনও সুফল পাওয়া যায় না| সিরামের কার‌্যকারিতা জানলেও অনেকে নিজের ত্বকের ধরন ৱুঝে সিরাম বাছাই করতে পারেন না| ত্বক অনুযায়ী সিরাম কিনতে পাওয়া যায়| তবে সেগুলির কার‌্যকারিতা নিয়ে কোনো নিশ্চয়তা নেই| তার চেয়ে ত্বকের ধরন ৱুঝে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সিরাম| শুষ্ক ত্বক ভাল রাখতে সিরাম হল উল্লেখযোগ্য প্রসাধনী| ত্বকের মসৃণতা আনতে বাড়িতে বানিয়ে নিতে পারেন ঘরোয়া সিরাম| নারকেল তেল, মধু আর অ্যালোভেরা জেল- এই তিন উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি থকথকে মিশ্রণ বানিয়ে ফ্রিজে রেখে দিন| রাতে ঘুমোতে যাওয়ার আগে মাখতে পারেন| ফলাফল পাবেন| তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়| ফলে এ ধরনের ত্বকে বিশেষ যত্ন প্রয়োজন| তৈলাক্ত ত্বক ভাল রাখতে সিরাম খুবই প্রয়োজনীয়| তবে তৈলাক্ত ত্বক খুব স্পর্শকাতর হয়| বাজারচলতি প্রসাধনী ব্যবহারে হিতে বিপরীত হতে পারে| তার চেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সিরাম| অ্যাপল সিডার ভিনিগার, টি ট্রি অয়েল এবং মধু এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন সিরাম| ত্বকে নিয়মিত ব্যবহার করলে ব্রণর সমস্যা কমবে| ত্বক স্পর্শকাতর হলে বাজারচলতি প্রসাধনী সামগ্রী ব্যবহার না করাই ভাল| ঘরোয়া উপকরণও খুব ৱুঝেশুনে ব্যবহার করা উচিত| নানা ধরনের প্রসাধনী ব্যবহার না করে স্পর্শকাতর ত্বক ভাল রাখতে সিরাম অন্যতম উপায় হতে পারে| কাঁচা দুধ, মধু এবং গোলাপ জল- ত্বকচর্চার অন্যতম এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে সিরাম তৈরি করুন| নিয়মিত করে ব্যবহার করলে ত্বক ভাল থাকবে|

Scroll to Top