রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূলের ‘শহিদ দিবস’। সভামঞ্চ প্রায় প্রস্তুত। আজ বিকেলে তৃণমূলের শীর্ষ নেতারা ঘুরে দেখবেন চূড়ান্ত প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে বহু মানুষ এসে পৌঁছেছেন কলকাতায়। তাঁদের থাকা-খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ মহানগরের একাধিক শিবিরে।
শনিবার বেলার দিকে এক্স (X) হ্যান্ডলে তৃণমূল নেত্রী ‘২১ জুলাই’ উপলক্ষে বার্তা দিয়েছেন প্রত্যাশা মতো। তিনি লিখেছেন, ‘২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ।’
মমতা বিন্দ্যোপাধ্যায়ের এক্স-বার্তায় স্পষ্টতই ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের রক্তাক্ত অতীত আন্দোলনের স্মৃতি। তিনি আরও লিখেছেন, ‘প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি।’
শনিবার বেলা ১১টা ৪১-এ এক্স হ্যান্ডলে করা পোস্টে নিজের দলের জন্য ২১ জুলাই দিনটির আরও একটি ‘তাৎপর্য’ তুলে ধরেছেন তৃণমূল নেত্রী। তিনি লিখেছেন, ‘আমরা এ দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয়, তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি।’
দলের সুপ্রিমো হিসেবে মমতা তাঁর এক্স-বার্তায় রাজ্যবাসীকে ডাক দিয়েছেন ‘শহিদ দিবস’ উপলক্ষে। তাঁর আহ্বান, ‘ধর্মতলায় এবারের শহীদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমণ্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি।’
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই উপলক্ষে এক্স হ্যান্ডলে তাঁর বার্তা শেষ করেছেন অন্ত্যমিলের মূর্ছনায়—
‘২১শে জুলাই অশ্রুসজল রক্তে লেখা নাম
শহীদ স্মরণে রইল মোদের হাজার হাজার সেলাম।’