নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মণিপুর যাচ্ছেন। সেই দলে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার এবং সুস্মিতা দেব। সাংবাদিকদের মুখোমুখি হন সুস্মিতা দেব। তিনি জানান, ‘পার্লামেন্ট সেশনের আগে মণিপুরে পৌঁছে সেই রাজ্যে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলো খোঁজ নিতে হবে। আমরা হেলিকপ্টার সার্ভিস পেয়েছি সেটা কনফার্ম হয়নি। বিভিন্ন এনজিও বলেছে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। রাজ্য সরকার নিরাপত্তা দেবে’। অশান্তির মাত্রা বেড়েই চলেছে। ঘরছাড়া রয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। মণিপুরের সমতলের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি ও নাগা জনগোষ্ঠীর বিরোধ চলছে।তফসিলি উপজাতিদের তালিকাভুক্ত হতে চেয়ে দাবি তুলেছে মেইতেই সম্প্রদায়। ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও কেন এমন হাল হল? প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, বিজেপি কি পারবে ভারতের বিরুদ্ধে লড়তে? হিম্মত থাকলে লড়াই করুক। বিরোধীদের এই মহাজোটের নাম হয়েছে ইন্ডিয়া।
